‘ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস হয়নি, কার্যক্রম পিছিয়েছে মাত্র’

বোমা হামলায় ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র ধংস করে দেওয়ার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে ওঠে এসেছে বিপরীত তথ্য। দেশটির গোয়েন্দদাদের প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদনের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, হামলায় পারমাণবিক কেন্দ্রগুলোর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে ধংস হয়নি। বাস্তবে ইরানের পরমাণু কর্মসূচির কার্যক্রম কয়েক মাস পিছিয়েছে মাত্র।

মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরাও একই বিষয়ে সংবাদ প্রকাশ করেছে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আবারো ইরানের সব পারমাণবিক কেন্দ্র ধংস ও যুদ্ধে তাদের জয়ের দাবি করেছেন। যদিও দেশটির কোনো কোনো সংবাদপত্রে ইরানের পারমাণবিক কেন্দ্র ধংসের বিষয়ে সন্দেহ প্রকাশ করে সংবাদ প্রকাশ করা হয়েছে।

ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির মিথ্যা অভিযোগ এনে এ মাসের শুরুর দিকে দেশটিতে একতরফা হামলা শুরু করে ইসরায়ের। তাদের ইন্ধনে শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রও এ হামলায় যোগ দেয়। গত শনিবার ইরানের ফর্দো পারমাণবিক কেন্দ্রে অত্যাধুনিক বি-২ স্টিলথ বোমারু দিয়ে হামলা চালায় যুক্তরাষ্ট্র। কেন্দ্রটিতে নিক্ষেপ করা হয় ১২টি বাংকার বিধ্বংসী বোমা। এরপর পরই ইরানের পালমাণবিক সক্ষমতা ধংস করার দাবি করে নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে একটি পোস্ট দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরবর্তীতে সংবাদ সম্মেলন করেও এ দাবি তুলে ধরা হয়।

সংবাদমাধ্যম সিএনএন বুধবার (২৫ জুন) এক এক্সক্লসিভ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মার্কিন গোয়েন্দারা প্রাথমিক যে মূল্যায়ন প্রদান করেছেন সেটি চারজন ব্যক্তি সিএনএনকে জানিয়েছেন।

এই মূল্যায়ন এর আগে প্রকাশ করা হয়নি। মূল্যায়নটি প্রদান করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টিলিজেন্স এজেন্সি। হামলার পর পর ইউএস সেন্ট্রাল কমান্ড মূল্যায়নটি তৈরি করে।

সামনে আরও তথ্য জানা গেলে হয়ত প্রাথমিক মূল্যায়নে কিছু পরিবর্তন আসতে পারে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন প্রকাশ্যে ইরানের পারমাণবিক অবকাঠামো ধ্বংস করে দেওয়ার যে দাবি করছেন, প্রাথমিক মূল্যায়নে সেটির উল্টো চিত্র দেখা যাচ্ছে।

মূল্যায়নের সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে, ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের মজুদ ধ্বংস হয়নি। অপর একজন জানিয়েছেন, দেশটির পারমাণবিক সেন্ট্রিফিউজের বেশিরভাগও অক্ষত রয়েছে। যার অর্থ যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কাঠামো ধ্বংস করতে পারেনি। বরং তাদের হামলা ইরানি পারমাণবিক কার্যক্রমকে শুধুমাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে।

হোয়াইট হাউজের প্রেসসচিব ক্যারোলিন লিভিট এই মূল্যায়নের সত্যতা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ট্রাম্পকে ‘অপমান’ করতে এগুলো ছড়ানো হচ্ছে।

এরআগে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়ছিল, ইরানে পারমাণবিক কেন্দ্রে হামলায় তারা ‘অসাধারণ সফলতা’ অর্জন করেছে।

ফোর্দো পারমাণবিক কেন্দ্রটি মাটির ২৬২ ফুট নিচে অবস্থিত। এটি ধ্বংস করতে ৩০ হাজার পাউন্ডের বাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করা হয়েছে। আর বোমাগুলো ছুড়েছে বি-২ স্টিলথ বোমারু।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.