গুম কমিশনের মেয়াদ আরও বাড়লো

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গঠিত অনুসন্ধান কমিশনের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

সোমবার (২৪ জুন) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে, গত ১৭ মার্চ এই কমিশনের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছিল সরকার।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, কমিশনস অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬-এর ধারা ৩ অনুযায়ী ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশনের মেয়াদ এস.আর.ও. নম্বর-২৬৭-আইন/২০২৫-এর মাধ্যমে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই আদেশ আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, গুম তদন্ত কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। এছাড়াও কমিশনের অন্যান্য সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. ফরিদ আহমেদ শিবলী, মানবাধিকারকর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস এবং মানবাধিকারকর্মী সাজ্জাদ হোসেন। কমিশনটি দেশে গুম সংক্রান্ত অভিযোগ ও ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার লক্ষ্যে কাজ করছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.