এনসিসি ব্যাংকের পাঁচটি শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু

এনসিসি ব্যাংক লিমিটেড ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করেছে। ঢাকার কাওরানবাজার, পান্থপথ, উত্তরা, মিরপুর ও বনানী শাখায় সম্প্রতি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম আনুষ্ঠানিকভাবে এই পাঁচটি উইন্ডোর উদ্বোধন করেন।

মঙ্গলবার (২৪ জুন) ব্যাংকটি এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছে।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন এসইভিপি ও কাওরানবাজার শাখার হেড অব বিজনেস অ্যান্ড ব্রাঞ্চ এম.এম এমরানুল হক, ইভিপি ও চীফ অব ইসলামিক ব্যাংকিং ডিভিশন আবুল কাসেম মোঃ ছফিউল্লাহ, উত্তরা শাখার হেড অব ব্রাঞ্চ কার্তিক সেন, বনানী শাখার মোঃ আমজাদ হোসেন, পান্থপথ শাখার মুহাম্মদ শাহিদুল ইসলাম, মিরপুর শাখার মোঃ মাহফুজুল ইসলাম এবং গুলশান ইসলামিক শাখার হেড মোঃ মাসুদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মোঃ জাকির আনাম বলেন, দেশের আর্থ-সামাজিক বাস্তবতায় ইসলামিক ব্যাংকিং সেবার গুরুত্ব বিবেচনা করে এনসিসি ব্যাংক ইসলামী ব্যাংকিং কার্যক্রমে প্রবেশ করেছে। এরই অংশ হিসেবে ইতোমধ্যে ঢাকার গুলশান ও চট্টগ্রামের মুরাদপুরে দুটি পূর্ণাঙ্গ ইসলামিক শাখা চালু হয়েছে এবং প্রাথমিক পর্যায়ে ৩২টি শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করা হয়েছে।

তিনি জানান, ধাপে ধাপে সব শাখা ও উপ-শাখায় এই সেবা চালু করার পরিকল্পনা রয়েছে। শরী‘আহ সুপারভাইজরি কমিটির দিকনির্দেশনায় এনসিসি ব্যাংক শরী‘আহসম্মত ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে, যা গ্রাহকদের প্রয়োজন ও প্রত্যাশা পূরণে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ব্যবসায়ী ও পেশাজীবীদের ইসলামী ব্যাংকিং সুবিধা গ্রহণে আহ্বান জানান তিনি।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.