ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করার পাল্টা প্রতিক্রিয়া স্বরূপ ইসরায়েল তেহরানের কাছে একটি ‘রাডার অ্যারে’কে আঘাত করেছে।
নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলের স্থানীয় সময় সকাল সাতটা বেজে ছয় মিনিটে (ব্রিটিশ সামার টাইম পাঁচটা বেজে ছয় মিনিট নাগাদ) একটি এবং ১০ টা ২৫ মিনিটে আরও দু’টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।
এতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আলোচনার পর ইসরায়েল হামলা চালানো থেকে নিজেদের বিরত থেকেছে।
বিবৃতিতে আরও বলা হয়, ফোনালাপের সময় ট্রাম্প ইসরায়েলের ব্যাপক প্রশংসা করে বলেছেন তারা “যুদ্ধের সব লক্ষ্য অর্জন করেছে” এবং প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির স্থিতিশীলতার বিষয়েও তার আস্থা প্রকাশ করেছেন।
যুদ্ধবিরতির পর তেহরান নতুন করে কোনো হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.