বিকাশ অ্যাপে মাসিক ২০ হাজার টাকা কিস্তিতে ডিপিএস খোলার সুযোগ

বিকাশ অ্যাপ ব্যবহারকারীরা এখন ঢাকা ব্যাংক ও আইডিএলসি ফাইন্যান্স-এ মাসিক সর্বোচ্চ ২০,০০০ টাকা কিস্তিতে ছয় মাস মেয়াদী ডিপিএস খুলতে পারছেন। এর ফলে যেসব গ্রাহক নির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে স্বল্প সময়ের মধ্যে কিছু অর্থ সঞ্চয় করতে চান, তাদের জন্য এটি কার্যকর একটি উদ্যোগ হয়ে উঠেছে।

মঙ্গলবার (২৪ জুন) এক সংবাদ সংস্থাটি এ তথ্য নিশ্চিত করেছে।

আর্থিক অন্তর্ভুক্তিকে আরও টেকসই করতে বিকাশ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে একীভূতভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় এর আগে চালু হওয়া ছয় মাস মেয়াদী ‘সাপ্তাহিক’ ডিপিএস-এর পর এবার চালু হলো ‘মাসিক’ কিস্তিতে ছয় মাসের নতুন ডিপিএস সেবা।

২০২১ সালে দেশে প্রথমবারের মতো ডিজিটাল ডিপিএস চালুর মাধ্যমে সঞ্চয়ের পথে নতুন অধ্যায় শুরু করে বিকাশ। বর্তমানে কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই গ্রাহকরা সরাসরি বিকাশ অ্যাপ থেকে ২,০০০, ৫,০০০, ১০,০০০ কিংবা ২০,০০০ টাকার মাসিক কিস্তিতে ডিপিএস খুলতে পারছেন। এখন পর্যন্ত ৪০ লাখেরও বেশি ডিপিএস খুলেছেন বিকাশ ব্যবহারকারীরা।

ডিপিএস খোলার প্রক্রিয়া: বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে ‘সেভিংস’ আইকনে ট্যাপ করে ‘নতুন সেভিংস খুলুন’ অপশনে যেতে হবে। সেভিংসের ধরন ‘সাধারণ সেভিংস’ বেছে নিয়ে মেয়াদ ৬ মাস নির্বাচন করতে হবে। পছন্দমতো কিস্তির পরিমাণ (২,০০০/৫,০০০/১০,০০০/২০,০০০ টাকা) নির্বাচন করতে হবে। ঢাকা ব্যাংক বা আইডিএলসি ফাইন্যান্স বেছে নিতে হবে। এরপর নমিনির তথ্য দিয়ে নিয়ম ও শর্তাবলি পড়ে সম্মতি দিয়ে বিকাশ পিন দিয়ে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

প্রতি মাসের নির্দিষ্ট তারিখে স্বয়ংক্রিয়ভাবে কিস্তির টাকা কেটে নেওয়া হয়। মেয়াদ শেষে ইন্টারেস্টসহ পূর্ণ টাকা গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টে জমা হয়, যা অতিরিক্ত খরচ ছাড়াই ক্যাশ আউট করা সম্ভব। প্রয়োজনে মেয়াদপূর্তির আগেই সেভিংস বন্ধ করার সুবিধাও থাকছে।

এই সেবা গ্রাহকদের মাঝে নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছে বিকাশ।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.