গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান ইসরায়েলের বিরোধী নেতার

ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণা আসার পর গাজায় ২০ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ইসরায়েলি বিরোধী নেতা ইয়ার লাপিদ।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, আর এখন গাজা। সেখানেও যুদ্ধ শেষ করার সময় এসেছে। জিম্মিদের ফিরিয়ে দাও, যুদ্ধ শেষ করো!

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অব্যাহতভাবে হামলা ও নির্বাচারে গুলিতে ফিলিস্তিনিদের হত্যা করে যাচ্ছে দখলদার ইসরাইলি সেনাবাহিনী।বর্বর বাহিনীর হামলায় ও গুলিতে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.