কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাথে সম্পৃক্ত আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

 

তাসনিম জানাচ্ছে, ‘বিশারাত ফাতেহ’ এবং ‘ইয়া আবা আবদুল্লাহ’ নামে এসব হামলা চালানো হয়েছে।

 

এসব হামলায় একাধিক ওয়ারহেড বা ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম খাইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে বার্তা সংস্থাটি জানিয়েছে।

 

আইআরজিসির বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানাচ্ছে, এই প্রথমবার এই ক্ষেপণাস্ত্র কোনও হামলায় ব্যবহার করা হলো। সেই সাথে হামলায় আধুনিক ড্রোনও ব্যবহার করা হয়েছে।

 

বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি জানিয়েছে, কাতারের দোহা থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

 

এক্সিওস নিউজ এজেন্সির বরাত দিয়ে বিবিসি অ্যারাবিক জানিয়েছে, কাতারের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।

 

এর আগে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সাময়িকভাবে নিজেদের দেশের আকাশ সীমায় বিমান চলাচল স্থগিত করার ঘোষণা দিয়েছে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে বলা হয়েছে, এই অঞ্চলের বর্তমান পরিস্থিতির কারণে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে এটি করা হয়েছে।

 

কাতারের রাজধানী দোহার বাইরে আল-উদেইদ বিশাল একটি সামরিক ঘাঁটি, যেখান থেকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন যৌথ বাহিনীর মধ্যপ্রাচ্যের কর্মকাণ্ড পরিচালনা করা হয়। এই ঘাঁটিতে ব্রিটিশ সৈন্যরাও রয়েছে।

 

পররাষ্ট্র দফতরের তথ্য অনুযায়ী, সেখানে প্রায় আট হাজার মার্কিন নাগরিক রয়েছেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.