ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইউরোপীয় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ইরানি কর্তৃপক্ষ।
ইরানি টেলিভিশনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ গুপ্তচরবৃত্তির অভিযোগে একজন ইউরোপীয় নাগরিককে গ্রেফতারের খবর জানিয়েছে।
ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই ইউরোপীয় নাগরিক ‘পর্যটক’ হিসেবে ইরানে প্রবেশ করেছিলেন। তার লক্ষ্য ছিল নেটওয়ার্ক স্থাপন করা, গোয়েন্দা তথ্য সংগ্রহ করা এবং ইরানি আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিষ্ক্রিয় করা।” তবে ওই ব্যক্তির জাতীয়তা এবং ইরানে প্রবেশের তারিখ এখনও প্রকাশ করে ইরানি কর্তৃপক্ষ।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.