আজ ইরানের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য সংখ্যক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক আপডেটে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তেহরানে ইসরায়েলি বিমান বাহিনীর ৫০ টিরও বেশি যুদ্ধ বিমান তেহরানের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
আইডিএফ জানিয়েছে, ‘সাম্প্রতিক ধারাবাহিক হামলা’র সময় সামরিক কমান্ড সেন্টারগুলোতে আঘাত করেছে যুদ্ধবিমানগুলো। যে স্থানগুলোতে আঘাত করা হয়েছে তার মধ্যে তেহরানের ক্ষেপণাস্ত্র ও রাডার উৎপাদন কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র সংরক্ষণের অবকাঠামো রয়েছে।
Iran: Israeli strikes just hit the IRGC central headquarters in the capital Tehran. pic.twitter.com/oZIkV5JzIw
— Thomas van Linge (@ThomasVLinge) June 23, 2025



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.