গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৯২ জন। এটি এ বছর একদিনে সর্বাধিক রোগী। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, মারা যাওয়া ওই দুই জনসহ চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৪ জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ১৫০ জন। এ মাসে এখন পর্যন্ত ৩ হাজার ৪১৩ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ২৮৬ জন, বাকি ৭৫৩ জন অন্যান্য বিভাগে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগ ছাড়াও চট্টগ্রামে (সিটি করপোরেশন এলাকার বাইরে) ৮০ জন, ঢাকায় (সিটি করপোরেশন এলাকার বাইরে) ৩১ জন, খুলনায় (সিটি করপোরেশন এলাকার বাইরে) ২৫ জন, ময়মনসিংহে (সিটি করপোরেশন এলাকার বাইরে) একজন, রাজশাহীতে (সিটি করপোরেশন এলাকার বাইরে) ৪১ জন রোগী এবং রংপুরে (সিটি করপোরেশন এলাকার বাইরে) একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৪ জন রোগী পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, এই বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মেতে ১ হাজার ৭৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মেতে তিন জন এবং জুনে এখন পর্যন্ত মারা গেছেন ১১ জন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.