জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, ইরানি পারমাণবিক কেন্দ্র ফোর্দোতে খুবই উল্লেখযোগ্য ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
ইরানের ৬০ ভাগ ইউরেনিয়াম সমৃদ্ধ স্থান ফোর্দো। ভিয়েনাতে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার পরিচালনা পর্ষদের সদস্যদের সাথে কথা বলার সময় গ্রোসি বলেছেন, পাহাড়ের গভীরে যে ধরনের গর্ত দেখা যায় সেরকম গর্ত ফোর্দো সাইটে দেখা যাচ্ছে। কিন্তু কেউই এখন এই ভূ-গর্ভস্থ ক্ষতির পরিমাণ সম্পূর্ণভাবে নিরূপণ করতে পারবে না বলে জানান তিনি।
যে পরিমাণ বিস্ফোরক ব্যবহার করা হয়েছে এবং ইউরেনিয়াম সেন্ট্রিফিউজের সংবেদনশীলতা বিবেচনা করে সেখানে উল্লেখযোগ্য পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
ইরানি এই পারমাণবিক কেন্দ্রে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার পরিদর্শকরা যাতে প্রবেশ করতে পারে সেজন্য যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি।
গ্রোসি বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম হতে পারবে না এবং বিশ্বব্যাপী পরমাণু অস্ত্রের বিস্তার রোধ ব্যবস্থার অব্যাহত কার্যকারিতা অর্জনের জন্য আমাদের আলোচনায় ফিরে আসতে হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.