ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী ইরানের তেহরানের সামরিক লক্ষ্যবস্তুতে আরেক দফা হামলা শুরু করেছে।
ইসরায়েলের বিমান বাহিনী ইরানে ‘ধারাবাহিক’ হামলা চালাচ্ছে বলে বলা হচ্ছে।
ইরানের রাজধানীতে বিস্ফোরণ এবং ওই শহরের আকাশে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে, এরকম একটি ভিডিও সে দেশের গণমাধ্যমে এমন খবর প্রকাশের পরই ইসরায়েলের বিমান বাহিনী এই বিবৃতি দিয়েছে।
BREAKING:
🇮🇷🇮🇱 Massive explosion in Tehran pic.twitter.com/WBDkj61TzD
— Megatron (@Megatron_ron) June 23, 2025



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.