চলছে ইরান-ইসরায়েল সংঘাতের ১১ তম দিন, এরই মধ্যে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রও প্রকাশ্য হামলায় নতুন মোড় নিয়েছে এ সংঘাত। শক্তিশালী শত্রুপক্ষের সামনে নতি স্বীকার না করে বরং আরও তীব্রভাবে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে ইরান। ইসরায়েল-যুক্তরাষ্ট্র জোটকে শাস্তি দিতে কঠিন অঙ্গীকার ব্যক্ত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
সোমবার (২৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদন অনুযায়ী, ইরানে মার্কিন হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে খামেনির একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে, যেখানে তিনি বলেছেন, জায়নবাদী শত্রু বড় ভুল করেছে, বড় অপরাধ করেছে; এর শাস্তি অবশ্যই পেতে হবে এবং তারা সেই শাস্তি পাচ্ছে; তারা এখনই শাস্তি পাচ্ছে।
প্রসঙ্গত, গত ১৩ জুন ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে পরিচালিত ইসরায়েলের এ অভিযানের শুরুতেই সেনাপ্রধানসহ অন্তত ২০ জন শীর্ষস্থানীয় কমান্ডার ও বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী হারায় ইরান; জবাবে শুরু করে পাল্টা হামলা। সংঘাতময় টানা ৯ দিন অতিবাহিত হওয়ার পর গত শনিবার (২১ জুন) রাতে ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের তিন পারমানবিক স্থাপনায় বড় ধরনের ক্লাস্টার বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.