ওআইসির এক সভায় যোগ দিতে তুরস্কের ইস্তানবুলে অবস্থান করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
তিনি সেখানে সংবাদ সম্মেলনে বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’ এবং তা ‘অমার্জনীয়’।
এক সাংবাদিক জানতে চান, হামলার পরও কূটনীতির অবকাশ রয়েছে কি না? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এই মুহূর্তে নয়।
“কূটনীতির দরজা সবসময় খোলা থাকা উচিত, কিন্তু এখন তা সম্ভব নয়।”
ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমার দেশ এখন আক্রমণ, আগ্রাসনের মুখে রয়েছে এবং আত্মরক্ষার বৈধ অধিকার অনুযায়ী জবাব দিতে হবে।”
তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজ ও আইনের তোয়াক্কা না করা প্রশাসন এই আগ্রাসী কর্মকাণ্ডের বিপজ্জনক পরিণতির জন্য একক ও সম্পূর্ণভাবে দায়ী থাকবে।
“জাতিসংঘের এক সদস্য রাষ্ট্রের ভূখণ্ডগত অখণ্ডতা ও সার্বভৌমত্বের ওপর মার্কিন সামরিক হামলা- গণহত্যাকারী (ইসরায়েলি) সরকারের সহযোগিতায় সংঘটিত হয়েছে, যা আবারও প্রমাণ করে- যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ ইরানি জনগণের প্রতি কতটা বৈরী। আমরা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেব না।”
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.