ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর স্থাপনার বাইরের অংশে তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধি পায়নি।
জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) একটি বিবৃতি প্রকাশ করে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, আরও তথ্য পাওয়া গেলে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা ইরানের পরিস্থিতি সম্পর্কে আরও মূল্যায়ন দেবে।
এর আগে শনিবার দিবাগত রাতে ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান-তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের যেকোনো প্রতিশোধমূলক কাজের ক্ষেত্রে আজ রাতে যা দেখা গেছে, তার চেয়েও বেশি শক্তি প্রয়োগ করে জবাব দেওয়া হবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.