সব ধরনের পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের এ হামলাকে ‘গর্হিত’ বলে নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ইরান তার সার্বভৌমত্ব রক্ষার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ তিনি লিখেছেন, আজ সকালের ঘটনাগুলো ভয়াবহ এবং এর পরিণতি চিরস্থায়ী হবে। জাতিসংঘের প্রতিটি সদস্যকে এই অত্যন্ত বিপদজনক, আইনহীন এবং অপরাধমূলক আচরণের জন্য সতর্ক থাকতে হবে।

ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় আক্রমণ চালিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদের ‘গুরুতর লঙ্ঘন’ করেছে বলেও যোগ করেছেন আরাঘচি।

এর আগে শনিবার দিবাগত রাতে ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান-তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের যেকোনো প্রতিশোধমূলক কাজের ক্ষেত্রে আজ রাতে যা দেখা গেছে, তার চেয়েও বেশি শক্তি প্রয়োগ করে জবাব দেওয়া হবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.