ইরানে হামলায় ব্যবহার করা হয়েছে বি-টু স্পিরিট বম্বার

ইরানে হওয়া হামলায় যুক্তরাষ্ট্রের বি-টু স্পিরিট বম্বার বিমান ছিল বলে সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন একজন মার্কিন কর্মকর্তা।

মাটির নিচে ৬০ মিটার গভীরতায় অবস্থিত স্থাপনায় আঘাত করতে সক্ষম ৩০ হাজার পাউন্ডের বোমা জিবিইউ ৫৭ শুধুমাত্র এই বিমানই নিক্ষেপ করতে পারে। কিছুদিন আগে যুক্তরাষ্ট্র ইরানের চার হাজার কিলোমিটারের মধ্যে থাকা একটি বিমানঘাঁটিতে এই ধরনের কয়েকটি বিমান নিয়ে রেখেছিল।

তবে দুদিন আগে এই ধরনের কয়েকটি বিমান ইরান থেকে প্রায় সাড়ে নয় হাজার কিলোমিটার দূরের বিমান ঘাঁটিতে নিয়ে রাখা হয়।

এর আগে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থাপনাগুলো হচ্ছে ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোষ্টে এ তথ্য জানিয়েছেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে বলেন, ‘আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা – ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে। ফোরদোর প্রাথমিক স্থাপনায় বোমার বিস্ফোরক উপাদান নিক্ষেপ করা হয়েছে। সমস্ত বিমান নিরাপদে বাড়ি ফেরার পথে’ ।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.