ট্রাম্পের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে: ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলা করার সিদ্ধান্তকে ‘সাহসী সিদ্ধান্ত’ হিসেবে অভিহিত করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ তিনি বলেছেন, ট্রাম্প তার সাহসী সিদ্ধান্তের জন্য ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নিজের নাম লিখে রেখেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বে “ঐতিহাসিক পদক্ষেপ” নেওয়া হয়েছে।

এর আগে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থাপনাগুলো হচ্ছে ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোষ্টে এ তথ্য জানিয়েছেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে বলেন, ‘আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা – ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে। ফোরদোর প্রাথমিক স্থাপনায় বোমার বিস্ফোরক উপাদান নিক্ষেপ করা হয়েছে। সমস্ত বিমান নিরাপদে বাড়ি ফেরার পথে’ । এপি, বিবিসি, আল-জাজিরা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.