হামলা চালিয়ে আবারও ইরানকে হুমকী দিয়েছেন ট্রাম্প

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েই ক্ষ্যান্ত হননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানকে পাল্টা হুমকী দিয়েছেন। তিনি বলেছেন, ইরানকে এখনই শান্তি স্থাপন করতে হবে। যদি দেশটি সেটা না করে, তাহলে ভবিষ্যতে আরও বড় হামলা হবে।

ইরানে হামলার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ হুমকী দেন।

শনিবার ভোররাতে যুক্তরাষ্ট্র বি২ বোমারো বিমান দিয়ে ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে অবস্থিত পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ইরান বরাবরই দাবি করে আসছে, এসব স্থাপনায় শান্তিপূর্ণ ব্যবহারের উদ্দেশ্যে পরমাণু গবেষণা চলছে, বোমা বানানোর জন্য নয়। তা সত্ত্বেও বর্বর ইসরায়েল গত সপ্তাহে ইরানে বিমান হামলা ও বোমাবর্ষণ শুরু করে। কিন্তু একা সামলে উঠতে না পেরে যুক্তরাষ্ট্রকে হামলায় অংশ নেওয়ার জন্য অনুরোধ জানায়।

পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পর ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোষ্টে প্রথমে এ তথ্য জানান। পরে তিনি জাতির উদ্দেশে ভাষণ দেন।

যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় শনিবার রাত ১০টায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে এ ভাষণ দিন ট্রাম্প। ট্রাম্পের ভাষণ মার্কিন টেলিভিশন চ্যানেলগুলো সম্প্রচার করে।।

ভাষণে ট্রাম্প বলেন, ‘আজ রাতে, আমি বিশ্বকে জানাতে পারি, ইরানে হামলা ছিল অসাধারণ সামরিক সাফল্য।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন, ‘এ হামলার উদ্দেশ্য ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা শেষ করে দেওয়া। সন্ত্রাসের মদদদাতা বিশ্বের এক নম্বরে থাকা দেশটির পারমাণবিক হুমকি থামিয়ে দেওয়া।

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.