ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থাপনাগুলো হচ্ছে ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোষ্টে এ তথ্য জানিয়েছেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার  তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে বলেন,  ‘আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা – ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে। ফোরদোর  প্রাথমিক স্থাপনায় বোমার বিস্ফোরক উপাদান নিক্ষেপ করা হয়েছে। সমস্ত বিমান নিরাপদে বাড়ি ফেরার পথে’ । এপি, বিবিসি, আল-জাজিরা।

ট্রাম্প একটি ওপেন-সোর্স ইন্টেলিজেন্স একাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে বলা হয়েছে যে, শক্তিশালীভাবে সুরক্ষিত ফোরদো পারমাণবিক স্থাপনা নাই হয়ে গেছে।

ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তিনি আজ ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় রাত ১০টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘এটি (ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা) মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পুরো বিশ্বের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।’

ইরান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও হামলা চালানোর কথা স্বীকার করা হয়নি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ রোববার ভোরে জানিয়েছে, যে হামলাগুলো দেশের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে করা হয়েছে। সংস্থাটি বিস্তারিত কিছু জানায়নি।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.