আমি চার পাঁচ বার নোবেল পাওয়ার যোগ্য: ট্রাম্প

শান্তিতে নোবেল পুরস্কার না পাওয়া নিয়ে ফের ক্ষোভ ঝাড়লেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, “আমি এতবার যুদ্ধ থামিয়েছি, শান্তি এনেছি—কমপক্ষে চার-পাঁচবার নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল।” তবে আক্ষেপের সুরে তিনি বলেন, “ওরা আমাকে নোবেল দেবে না। কারণ ওটা শুধু উদারপন্থীদের জন্য।”

শনিবার (২১ জুন) ইন্ডিয়ান টাইমসের এক প্রতিবেদনে এ তত্য নিশ্চিত করা হয়েছে।

শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজের ‘অবিস্মরণীয় অবদান’ ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প বলেন, তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি স্থাপন করেছেন, কঙ্গো ও রোয়ান্ডার বিরোধ থামিয়েছেন, সার্বিয়া ও কসোভোর সংঘাত মিটিয়েছেন এবং মিশর-ইথিওপিয়ার সম্পর্ক স্বাভাবিক রাখার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। তাঁর মতে, এসবই শান্তিতে নোবেল পাওয়ার যোগ্যতা রাখে।

“ওদের উচিত কঙ্গো-রোয়ান্ডার ঝামেলা মেটানোর জন্য আমাকে নোবেল দেওয়া। কিংবা সার্বিয়া-কসোভোর সমস্যা মেটানোর জন্য। সবচেয়ে বড় যে যুদ্ধটা থামিয়েছি, সেটা হল ভারত ও পাকিস্তানের। আমার মনে হয়, অন্তত ৪–৫ বার আমার নোবেল পাওয়া উচিত ছিল,” — বলেন ট্রাম্প।

“ওটা শুধু উদারপন্থীদের দেওয়া হয়”
ট্রাম্প অভিযোগ করেন, রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণেই তাঁকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে না।

“ওরা আমাকে দেবে না। ওটা ওরা শুধু লেফটিস্টদের দেয়। আমি রক্ষণশীল, তাই আমি কখনোই পাব না,” — বলেন তিনি।

ট্রাম্পের ভাষায়, আন্তর্জাতিক পুরস্কারগুলো রাজনীতির শিকার হয়ে গেছে। এর আগে ২০২০ সালে নরওয়ের এক সংসদ সদস্য তাঁকে শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিলেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও আরব আমিরাতের মধ্যে ‘Abraham Accords’ নামে ঐতিহাসিক চুক্তি সম্পাদনের কারণে। কিন্তু তাও শেষ পর্যন্ত পুরস্কার জোটেনি তাঁর কপালে।

শান্তি নোবেল না পাওয়া নিয়ে ট্রাম্পের দীর্ঘদিনের ক্ষোভ আবারও প্রকাশ পেল। রাজনৈতিক মতাদর্শ ও পক্ষপাত নিয়ে তাঁর অভিযোগ নতুন নয়। তবে নিজের শাসনামলের শান্তি উদ্যোগগুলোকে নোবেল–যোগ্য হিসেবে তুলে ধরার ট্রাম্পীয় কৌশল নিঃসন্দেহে নির্বাচনী বছরে তাঁর প্রচার কৌশলের অংশ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.