ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী- আইডিএফ জানিয়েছে, রাতে তারা তেহরানের বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে, যেখানে ৬০টিরও বেশি ইসরায়েলি যুদ্ধবিমান অংশ নেয়।
এই হামলায় প্রায় ১২০টি বোমা বা অস্ত্র ব্যবহার করা হয়, যেগুলো ইরানের সামরিক মিসাইল উৎপাদন কেন্দ্র এবং একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রে নিক্ষেপ করা হয়।
ইসরায়েলের দাবি, ওই গবেষণা কেন্দ্র ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সঙ্গে যুক্ত।
রাতের মধ্যেই আইডিএফ আরও জানায়, ইরানও ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে, মূলত ইসরায়েলের দক্ষিণাঞ্চলে তারা হামলা চালায়।
যদিও ইরান এই হামলা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
এদিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিরশেবায় মাইক্রোসফট অফিসের কাছাকাছি এলাকায় আগুন জ্বলছে এবং আশেপাশের আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিস ও প্যারামেডিক টিম ঘটনাস্থলে কাজ করছে। কমপক্ষে ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
গাভ-ইয়াম অ্যাডভান্সড টেকনোলজি পার্ক হলো ইসরায়েলের বিরশেবায় অবস্থিত একটি হাই-টেক বাণিজ্যিক জোন, যেখানে বহু আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানি ও স্টার্টআপের অফিস রয়েছে, যা সামরিক ও গবেষণামূলক কাজেও ব্যবহৃত হয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.