দেশ ছেড়ে পালাতে ব্যস্ত ইসরায়েলিরা

ইসরায়েল থেকে পালাতে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েলিরা

এক সময়ের ‘নিরাপদ স্বর্গ’ ইসরায়েল থেকে পালিয়ে যেতে ব্যস্ত হয়ে উঠেছে দেশটির অনেক নাগরিক। তাদের বড় অংশই ইসরায়েল ছেড়ে ইউরোপ চলে যাওয়ার চেষ্টা করছে। মিশর হয়ে ইউরোপে পালানোর জন্য তারা সিনাই উপতক্যায় ভিড় জমিয়েছে।

খবর তেহরান টাইমসের।

পত্রিকাটি ইসরায়েলের একটি গণমাধ্যমকে উধৃত করে এই সংবাদ প্রকাশ করেছে। ওই ইসরায়েলি গণমাধ্যম বলছে, ইরানের ক্ষেপণাস্ত্রগুলি অধিকৃত অঞ্চলগুলিতে ক্রমাগত আঘাত হানছে এবং ইসরায়েলি সেনাবাহিনী তাদের বেশিরভাগকেই আটকাতে অক্ষম বলে মনে হচ্ছে, তাই বিপুল সংখ্যক ইসরায়েলি বাসিন্দা মিশর হয়ে ইউরোপে পালিয়ে যাওয়ার জন্য সিনাই উপদ্বীপে প্রবেশের চেষ্টা করছে।

একটি হিব্রু সংবাদপত্র একজন ইসরায়েলিকে উদ্ধৃত করে বলেছে যে তিনি অধিকৃত অঞ্চলে থাকার চেয়ে মরুভূমিতে বিপজ্জনক ভ্রমণে যেতে পছন্দ করবেন।

অন্যান্য প্রতিবেদনে দেখা গেছে যে ইসরায়েলিরা সাইপ্রাসে নৌকায় করে পরিবহনের জন্য পাচারকারীদের অর্থ প্রদান করছে, কারণ সরকার আপাতত বসতি স্থাপনকারীদের দখলকৃত অঞ্চল ছেড়ে যেতে নিষেধ করেছে।

ইরানে ইসরায়েলের অতর্কিত ও বর্বর হামলার পর থেকে দেশটিতে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। ইরানের শক্তিশালী ক্ষেপনাস্ত্রের আঘাতে ছিন্নভিন্ন হয়ে গেছে ইসরায়েলের নিরাপত্তা বলয়। আয়রনডোমসহ তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে একের পর এক ইরানি মিসাইল ইসরায়েলের বিভিন্ন শহরে আঘাত হানছে। তাতে ইতোমধ্যে অসংখ্য মানুষ নিহত ও আহত হয়েছেন। বড় শহরগুলোর বেশিরভাগ মানুষকে দিন কাটাতে হচ্ছে বাংকারে বাংকারে। আর তাতেই নিরাপত্তাহীনতা প্রবল হয়ে উঠেছে। আগামী দিনে ইরান আরও বড় হামলা চালাতে পারে এমন আশংকা থেকে তাই অনেক ইসরায়েলি দেশটি ছেড়ে পালিয়ে যেতে ব্যস্ত হয়ে উঠেছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.