ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সেনাদের হামলায় আরও ৬৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এঁদের মধ্যে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে ১৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২২১ জন।
বৃহস্পতিবার (১৯ জুন) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
গাজার সিভিল ডিফেন্স এজেন্সির (জরুরি পরিষেবা বিভাগ) কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইর বলেন, গাজার নেতজারিম করিডরে প্রতিদিন হাজার হাজার মানুষ ত্রাণের আশায় জড়ো হন। গতকালও তাঁরা ত্রাণের অপেক্ষায় ছিলেন। এমন সময় ইসরায়েলি সেনারা গুলি চালিয়ে ১৫ জনকে হত্যা করে। এ ঘটনায় আরও ৬০ জন আহত হয়েছেন।
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা এ ঘটনা সম্পর্কে প্রতিবেদন হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছে।
বাসাম আবু-শার নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রের পাশে রাতভর হাজার হাজার মানুষ অপেক্ষা করছিলেন। স্থানীয় সময় বুধবার দিবাগত রাত একটার দিকে ইসরায়েলি সেনারা তাঁদের ওপর গুলিবর্ষণ শুরু করে। একপর্যায়ে সাঁজোয়া যান, বিমান ও ড্রোন দিয়েও হামলা করা হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় ৫৫ হাজার ৭০৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১ লাখ ৩০ হাজার ১০১ জন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.