ডিএসসিসিতে নাগরিকসেবা বাধাগ্রস্ত করা হচ্ছে, ইশরাক ইস্যুতে উপদেষ্টা আসিফ

যেভাবে ঢাকা দক্ষিণ সিটিতে (ডিএসসিসি) নাগরিকসেবা বাধাগ্রস্ত করা হচ্ছে, এতে আর চুপ থাকার পরিস্থিতি নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (১৯ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন সভাকক্ষে ‘উপজেলা পরিষদের মাধ্যমে নির্মাণাধীন পাবলিক লাইব্রেরি উদ্বোধন’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ডিএসসিসি নিয়ে একটু সমস্যা চলছে। আমরা এ বিষয় নিয়ে উদ্বিগ্ন। সেখানে নাগরিকসেবা বিঘ্নিত হচ্ছে। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

ইশরাক হোসেনকে শপথ পড়ানো নিয়ে সঙ্কটের জেরে দীর্ঘদিন ধরে দক্ষিণ সিটির কার্যক্রম স্থবির আছে জানিয়ে উপদেষ্টা বলেন, সরকারের উচ্চ পর্যায়ে এ নিয়ে আলোচনা হচ্ছে। এ ইস্যুতে ব্যবস্থা নেওয়া হবে।

ডেঙ্গুর প্রকোপ নিয়ে আসিফ মাহমুদ বলেন, ডেঙ্গুর প্রকোপ নিয়ে আমরা সতর্ক আছি। এ নিয়ে আমরা শিগগিরই বিস্তারিত আলোচনা করবো। দক্ষিণ সিটিতে কিছু সমস্যা চলছে। তারপরও আমরা বাইরে থেকে যতটুকু পারছি কাজ করছি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.