কয়েক দিন ধরে ইরানের হামলার প্রভাব খুব সীমিত ছিল, কিন্তু এবার ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করে কয়েকটি স্থানে আঘাত হেনে উল্লেখযোগ্য ক্ষতি করেছে।
সাম্প্রতিক সময়ে ইরানের ক্ষেপণাস্ত্রের সংখ্যাও কমে গিয়েছে, যা থেকে ধারণা করা হয়েছিল ইসরায়েলি বিমান হামলায় ইরানের সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি মাথায় রেখে ইসরায়েল সরকার যুদ্ধের কারণে দেয়া কিছু বিধিনিষেধও শিথিল করেছে।
তবে আজ সকালে ইরানের হামলা প্রমাণ করেছে যে ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালানোর ক্ষমতা নিয়ে ইসরায়েলের ধারণা ভুল। ইরানের টার্গেটের মধ্যে পড়েছে দক্ষিণের বিরশেবা শহর, তেল আভিভের কাছের হোলোন শহর, আর রামাতগন শহর।
ইরান বলেছে, বিরশেবায় তাদের আসল লক্ষ্য ছিল হাসপাতালের পাশে থাকা সামরিক স্থাপনা। তবে ইসরায়েলের উপ-পররাষ্ট্রমন্ত্রী শ্যারেন হাসকেল অভিযোগ করেছেন, ইরান ইচ্ছে করে সোরোকা হাসপাতালকে টার্গেট করেছে।
অন্য যেসব শহরে ক্ষেপণাস্ত্র পড়েছে, সেখানে কী টার্গেট ছিল তা পরিষ্কার নয়। প্রায় এক সপ্তাহ ধরে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা, জ্বালানিকেন্দ্র, বিমানবন্দর, হাসপাতাল ও সরকারি ভবন এমনকি আবাসিক এলাকাতে বিমান হামলা চালিয়ে আসছে।
ইরান বলছে, এসব কিছু তাদের বিরুদ্ধে আগ্রাসন, সুতরাং তারা আত্মরক্ষার অধিকার রাখে।
🇮🇱🇮🇷Fars News Agency publishes footage of the Khorramshahr missile being launched. pic.twitter.com/QQPkfVwRME
— Lord Bebo (@MyLordBebo) June 19, 2025
You can get caffeine in the morning without coffee now.
Tel Aviv pic.twitter.com/UO4cveUkrD— Bassem Youssef Commentary (@bassem_youssef9) June 19, 2025
BREAKING: An Iranian ballistic missile directly hit Soroka hospital in Southern Israel.
This is what this evil regime is about – targeting civilians. They have been targeting their own civilians for 46 years. Enough is enough. pic.twitter.com/dyQzhSYavl
— Hananya Naftali (@HananyaNaftali) June 19, 2025
Iran has launched another missile attack against Israel, causing extensive damage across the country and striking Israel’s primary hospital in the south. pic.twitter.com/gRsz1gBROT
— Al Jazeera English (@AJEnglish) June 19, 2025
⚡️🇮🇱🇮🇷JUST IN:
Footage from Iran’s latest missile attack on Israel shows the air defenses failing to intercept missiles and documents multiple impact points in Tel Aviv. pic.twitter.com/0dXw3NdVJN
— Suppressed News. (@SuppressedNws) June 19, 2025
🇮🇷🇮🇱| Israeli security analyst, Yossi Melman:
After the firing this morning's heavy barrages of Iranian missiles, it proved that the Israeli assessments on our [Israeli] media channels about a decrease in Iran's launch capability were absolutely wrong. pic.twitter.com/cM05GE8zca
— Arya – آریا (@AryJeay) June 19, 2025
The IDF releases footage showing its strike this morning on Iran's Arak heavy water reactor.
The reactor was only partially built, and Iran had informed the IAEA that it planned to begin operating the facility next year.
The military says “the strike targeted the component… pic.twitter.com/VWZG4UG0fz
— Emanuel (Mannie) Fabian (@manniefabian) June 19, 2025



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.