ইরানের হামলার পর ইসরায়েলের বিষাক্ত পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা
ইসরায়েলি পুলিশ সাধারণ মানুষকে অনুরোধ করেছে, তারা যেন ক্ষেপণাস্ত্র আঘাতপ্রাপ্ত হাসপাতালে না যান। কারণ তারা সেখানে ‘বিপজ্জনক পদার্থ’ থাকার আশঙ্কা করছেন।
প্রায় এক ঘণ্টা আগে, সম্ভবত গত কয়েক দিনের মধ্যে ইসরায়েলে সবচেয়ে বড় ইরানি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
যেখানে ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা বলেছেন, বহু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
প্রায় এক ঘণ্টা আগে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিরশেবায় অবস্থিত সোরোকা হাসপাতাল ইরানের বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার কবলে পড়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে ধোঁয়ার বড় বড় কুণ্ডুলি, ভাঙা জানালা ও মানুষকে দেখা গিয়েছে চিৎকার করে করিডোর দিয়ে ছুটতে।
এক মুখপাত্র বলেছেন হাসপাতালটি “ব্যাপক ক্ষতিগ্রস্ত” হয়েছে। এখন মানুষদের এই এলাকা থেকে দূরে থাকতে বলা হচ্ছে কারণ “বিপজ্জনক পদার্থের লিক” হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে পুলিশ সাধারণ মানুষকে ওই এলাকায় থেকে দূরে থাকার জন্য অনুরোধ করেছে।
ইসরায়েলের অন্যান্য স্থানে কমপক্ষে তিনটি আঘাতের খবর পাওয়া গিয়েছে। তবে তা এখনও নিশ্চিত নয়।
বিবিসির সংবাদদাতা বলছেন যখন ক্ষেপণাস্ত্রগুলো এসে পড়ছিল তখন জেরুজালেম থেকে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গিয়েছে তা অবশ্যই কয়েক দিনের মধ্যে সবচেয়ে জোরালো ছিলো।
TEL AVIV RIGHT NOW!pic.twitter.com/dHP8jP1MIX
— Jackson Hinkle 🇺🇸 (@jacksonhinklle) June 19, 2025
⚡️This morning, an Iranian missile strike was conducted on central Tel Aviv. Dozens of casualties reported. pic.twitter.com/Dc6U28q8nw
— War Monitor (@WarMonitors) June 19, 2025
🇮🇱🇮🇷Fars News Agency publishes footage of the Khorramshahr missile being launched. pic.twitter.com/QQPkfVwRME
— Lord Bebo (@MyLordBebo) June 19, 2025
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.