ইরানের ফরদো সমৃদ্ধকরণ কেন্দ্র কী?

ইরানের একটি গোপন পারমাণবিক স্থাপনা ফরদো, যা রাজধানী তেহরান থেকে প্রায় ৯৬ কিলোমিটার (৬০ মাইল) দক্ষিণে অবস্থিত।

এটি ইরানের দুটি প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের একটি, যা দেশটির পারমাণবিক কর্মসূচির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্থাপনাটি মাটির প্রায় ৮০ থেকে ৯০ মিটার গভীরে অবস্থিত, এতটাই গভীরে যে ইসরায়েলের বোমা দিয়ে এটি ধ্বংস করা সম্ভব নয়।

শুধুমাত্র যুক্তরাষ্ট্রের কাছে এমন শক্তিশালী “বাঙ্কার বাস্টার” বোমা আছে, যা গভীরে পৌঁছাতে পারে।

ইরানের নাতাঞ্জ কেন্দ্রের চেয়েও অনেক গভীরে অবস্থিত ফরদো। ইসরায়েল নাতাঞ্জ স্থাপনায় ইতোমধ্যেই হামলা চালিয়ে বড় ক্ষতি করেছে বলে ধারণা করা হচ্ছে।

২০০৯ সালে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর ফাঁসের পর ইরান এই গোপন স্থাপনাটির অস্তিত্ব স্বীকার করে। ফরদোতে দুটি প্রধান সুড়ঙ্গ রয়েছে, যেখানে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সেন্ট্রিফিউজ বসানো আছে। ইসরায়েল আশঙ্কা করছে, এগুলো পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহৃত হতে পারে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.