ইরান-ইসরায়েল সংঘাত সপ্তম দিনে গড়িয়েছে। উভয় পক্ষই রাতে পরস্পরের ওপর হামলার তীব্রতা বাড়িয়েছে। বুধবার রাতভর ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গেছে ইরান। আর ইসরায়েল তেহরান ও এর আশেপাশের এলাকায় বিমান হামলা অব্যাহত রেখেছে।
আজ-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে ইরান। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে প্রায় আট বা নয়টি ইসরায়েলিরা আটকে দিয়েছে। সংঘাতের শুরুতে ইরান থেকে ইসরায়েলে যে পরিমাণ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, তার তুলনায় এখন অনেক কম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে।
ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরান নতুন করে ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং তারা দাবি করেছে এই ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছে।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী নতুন কোনো হামলার কথা স্বীকার করেনি, তবে তারা বলেছে ইরানের একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটির ওপর ইসরায়েল নিজেরাও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বিবিসি
ইরানের ওপর হামলায় যুক্তরাষ্ট্রের যোগ দেওয়ার সম্ভাবনা আছে কী-না এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “আমি যোগ দিতেও পারি, নাও দিতে পারি। কেউ জানে না আমি কী করতে চাই”। ইরানের আলোচকরা হোয়াইট হাউজে আসার ইঙ্গিত দিয়েছেন বলেও তিনি জানান।
ওয়াশিংটনভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস জানিয়েছে, ইরান-ইসরায়েল যুদ্ধের সপ্তম দিন পর্যন্ত ইরানে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৩৯ জন নিহত হয়েছেন। এখন পর্যন্ত নিহতদের মধ্যে ২৬৩ জন বেসামরিক নাগরিক এবং ১৫৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্যকে শনাক্ত করেছে।
All the officers and soldiers are in shelters…
An entire army underground — like rats. pic.twitter.com/LjEW2FxINz— SilencedSirs◼️ (@SilentlySirs) June 18, 2025
THE IRON DOME DOESN'T WORK!pic.twitter.com/xN8eVY6UNQ
— Jackson Hinkle 🇺🇸 (@jacksonhinklle) June 18, 2025
Looks like from Tel Aviv but source and authenticity could not be confirmed yet. pic.twitter.com/oE6UfmxxHV
— Vikrant (@Vikspeaks1) June 18, 2025
🇮🇷🇮🇱⚡️- The moment an Iranian ballistic missile slammed into the Soroka Hospital, Beersheba, southern Israel. pic.twitter.com/910oB4t8GR
— Rerum Novarum // Intel, Breaking News, and Alerts (@officialrnintel) June 19, 2025



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.