বাংলাদেশ বিমানবাহিনীতে যুক্ত হলো নতুন আকাশ প্রতিরক্ষা রাডার

বাংলাদেশ বিমানবাহিনীর আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় যুক্ত হলো নতুন র‌াডার ‘জিএম ৪০৩ এম’। বুধবার বগুড়ায় বিমানবাহিনীর একটি র‌াডার ইউনিটে এর উদ্বোধন করেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

বুধবার ( আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানবাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে বিভিন্ন নতুন স্থাপনা ও যুদ্ধ উপকরণ সংযোজনের কার্যক্রম চলমান। এরই ধারাবাহিকতায় নতুন এ আকাশ প্রতিরক্ষা রাডারটি আনুষ্ঠানিকভাবে বিমানবাহিনীর কার্যক্রমে যুক্ত হলো।

‘বাংলার আকাশ রাখিব মুক্ত’ এ অঙ্গীকার বাস্তবায়নের পথে নতুন রাডারটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। রাডারটি বিমানবাহিনীর আকাশ প্রতিরক্ষা এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.