ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানের জনগণ এবং এদের ইতিহাস সম্পর্কে জানা ব্যক্তিরা কখনোই এই জাতির সাথে হুমকির ভাষায় কথা বলেন না। কারণ ইরানিরা আত্মসমর্পণকারী নয়।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে খামেনির এই বক্তব্য পাঠ করা হয়। উপস্থাপক নিজেই এটি পড়ে শোনান।
বিবৃতিতে বলা হয়, মার্কিন সামরিক হস্তক্ষেপের যেকোনো রূপ নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে বলেছিলেন। এমন প্রেক্ষাপটে আয়াতোল্লাহ আলী খামেনি বললেন, ইরানিরা আত্মসমর্পণকারী নয়। আমেরিকানদের জানা উচিত যে, যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে অপ্রতিরোধ্য পরিণতি বয়ে আনবে।
এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে, তাদের একটি ড্রোন ইরানে ভূপাতিত হয়েছে।
আইডিএফ-এর একজন মুখপাত্র বলেন, একটি অভিযানের সময় বিমান বাহিনীর দূরনিয়ন্ত্রিত একটি ড্রোনকে লক্ষ্য করে সারফেস-টু-এয়ার মিসাইল (ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র) ছোড়া হয়। ড্রোনটি ইরানের আকাশসীমায় ভূপাতিত হয়েছে। এতে কোনও প্রাণহানি ঘটেনি এবং এতে থাকা কোনো তথ্য ফাঁস হওয়ারও আশঙ্কা নেই।
🔴LIVE: IRAN'S SUPREME LEADER ON WAR PLANS https://t.co/vwYVXg2Fkf
— Mario Nawfal (@MarioNawfal) June 18, 2025



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.