ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে, তাদের একটি ড্রোন ইরানে ভূপাতিত হয়েছে।
আইডিএফ-এর একজন মুখপাত্র বলেন, একটি অভিযানের সময় বিমান বাহিনীর দূরনিয়ন্ত্রিত একটি ড্রোনকে লক্ষ্য করে সারফেস-টু-এয়ার মিসাইল (ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র) ছোড়া হয়। ড্রোনটি ইরানের আকাশসীমায় ভূপাতিত হয়েছে। এতে কোনও প্রাণহানি ঘটেনি এবং এতে থাকা কোনো তথ্য ফাঁস হওয়ারও আশঙ্কা নেই।
এর আগে, ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানায়, আজ সকালে ইরানের কেন্দ্রীয় ইসফাহান প্রদেশে সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ইউনিট একটি অত্যাধুনিক হেরমেস ড্রোন ভূপাতিত করেছে। খবর- বিবিসি
🇮🇷🇮🇱| Additional footage shows that the intercepted Israeli Hermes-900 drone was fully loaded with missiles, but it got intercepted before it could launch them. https://t.co/AY87wYGpAs pic.twitter.com/H9L2qFZSFO
— Arya – آریا (@AryJeay) June 18, 2025



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.