ইরান কখনোই জায়নিস্টদের সাথে আপস করবে না: খামেনি

ইরান কখনোই জায়নিস্টদের (ইহুদিবাদীদের) সাথে আপস করবে না বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একাধিক পোস্টে এ কথা লিখেছেন তিনি।

“ আমরা জায়নিস্টদের (ইহুদিবাদীদের) কোনো দয়া দেখাব না ” একটি পোস্টে এ কথা লেখা হয়েছে। অন্য আরেকটি পোস্টে তিনি বলেছেন, “যুদ্ধ শুরু।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, আমেরিকা জানে খামেনি কোথায় আছেন। কিন্তু “তাকে বের করে আনবে না, অন্তত আপাতত” এমন মন্তব্যের পরই খামেনি ওই কথা বলেছেন।

এছাড়া ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে বলেছেন। সেই প্রেক্ষাপটে আয়াতোল্লাহ খামেনির বক্তব্য এলো। তার বিভিন্ন ভাষার অ্যাকাউন্টের পোস্টগুলোর মধ্যে প্রথম প্রকাশ্য মন্তব্য এটি।

যদিও এই সপ্তাহের শুরুতে বিবিসি জানিয়েছিল, ট্রাম্প খামেনিকে হত্যার একটি ইসরায়েলি পরিকল্পনায় ভেটো দিয়েছেন।

এদিকে স্থানীয় সময় বুধবার ভোরে ইরান থেকে আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। প্রায় এক কোটি মানুষের শহর তেহরানে এখন পর্যন্ত একশটিরও বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

ইতোমধ্যে, ইরান ইসরায়েলের ঘনবসতিপূর্ণ এলাকা তেল আভিভ এবং হাইফায় হামলা চালিয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.