ইসরায়েলের জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত তিনদিন বন্ধ থাকবে। একই সঙ্গে দেশটির রাজধানী তেল আবিবে মার্কিন দূতাবাসের কনস্যুলার সেবাও এ সময়ে বন্ধ রাখা হবে।
বুধবার (১৮ জুন) ইসরায়েলে মার্কিন দূতাবাসের এক বিবৃতির বরাতে সিএনএন এসব তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইসরায়েল ও ইরানের মধ্য সংঘাত চলমান থাকার পরিপ্রেক্ষিতে তিন দিনের জন্য দূতাবাস বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে দূতাবাসের কর্মীদের এবং তাঁদের পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।
মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, ইসরায়েল ছেড়ে যেতে ‘বেসরকারি মার্কিন নাগরিকদের’ সহায়তা করার বিষয়ে এ মুহূর্তে তাদের কোনো ঘোষণা নেই।
এদিকে দূতাবাসের বিবৃতি অনুযায়ী, ইসরায়েলের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর ও সমুদ্রবন্দরগুলো এখন বন্ধ আছে।
অর্থসূচক/
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.