ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে চারজন বিদেশী নাগরিককে গ্রেপ্তার করেছে ইরান। পাশাপাশি তারা হামলার পরিকল্পনা করছিল বলে ইরানের স্থানীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। আল-জাজিরা।
ইরানের নিউজ এজেন্সি তাসনিমের খবরে বলা হয়েছে , দক্ষিণ বন্দর শহর বুশেহরের “সংবেদনশীল পারমাণবিক অঞ্চলের” ছবি ধারণ করার সময় একজন বিদেশী নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তেহরানের উপকণ্ঠে বাহারেস্তান কাউন্টিতে একটি যানবাহন তল্লাশির সময় মোসাদের সাথে যুক্ত একটি “সন্ত্রাসী দল” উদঘাটিত হয়,যেখানে মাইক্রো-ড্রোন,বিস্ফোরক,যোগাযোগ সরঞ্জাম এবং টার্গেট সিস্টেমের সরঞ্জামাদি ছিল। সংবাদ সংস্থা তাসনিম এ খবর জানায়।
ওই অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর মোরাদ মোরাদির বরাত দিয়ে তাসনিম জানায়, সন্দেহভাজনরা “ঘনবসতিপূর্ণ এলাকায় বড় ধরনের আত্মঘাতী অভিযান পরিচালনা করার জন্য এবং ভয় ও আতঙ্ক সৃষ্টি করে অভ্যন্তরীণ নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই সরঞ্জাম ব্যবহার করার উদ্দেশ্যে ছিল”।
ইরানের সংবাদ ওয়েবসাইট এঘটেসাডনলাইনও জানিয়েছে, দেশটির ইসফাহান পারমাণবিক স্থাপনার কাছে অবস্থিত ইসফাহান শহরের একটি কর্মশালায় “ড্রোন এবং মাইক্রো-এয়ারক্রাফ্ট” তৈরিতে ব্যবহৃত উপকরণ উদঘাটিত হওয়ার পর ইসরায়েলের পক্ষে “ভাড়াটে বিদেশী সৈনিক” হিসেবে কাজ করার সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.