দর পতনের শীর্ষে ইউনিয়ন ক্যাপিটাল

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ জুন) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে ২৭৬ টির দর কমেছে। এই দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার দিন শেষে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১০ পয়সা বা ২ দশমিক ৩৩ শতাংশ। তাতে দর পতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

এদিকে দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে নূরানী ডাইনিং অ্যান্ড সুয়েটোর লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ১০ পয়সা বা ৩ দশমিক ২৩ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৪০ পয়সা বা ৬ দশমিক ২৫ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড।

এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, দ্যা ঢাক্কা ডাইয়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, এম এল ডাইয়িং লিমিটেড, আরএসআরএম লিমিটেড, বাংলাদেশ ওয়েল্ডিং ইলেক্ট্রোডস লিমিটেড এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

অর্থসূচক/এএকে

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.