ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম বেশ কিছু ছবি প্রকাশ করেছে, যেগুলোয় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ-এর সদরদপ্তরে আগুন দেখা যাচ্ছে।
ইরানের রেভ্যলুউশনারি গার্ডকে উদ্ধৃত করে সংবাদ সংস্থাটি বলছে, ইরানের ক্ষেপণাস্ত্রে আক্রান্ত মোসাদ।
“সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স ফাইটাররা একটি কার্যকর অভিযানে সামরিক গোয়েন্দা কেন্দ্রে আঘাত করেছে” সংবাদ সংস্থাটি টেলিগ্রামে দেয়া পোস্টে বলেছে।
মোসাদ কার্যালয়ে হামলার বিষয়ে ইসরায়েলের দিক থেকে এখনো কোনো মন্তব্য আসেনি। এসব বিষয়ে সরকারি যে বিধিনিষেধ আছে তাতে ইসরায়েলের সংবাদ মাধ্যম কিছু নির্দিষ্ট স্থাপনা নিয়ে সংবাদ প্রকাশ করতে পারে না। খবর- বিবিসি বাংলার
UNCONFIRMED: Iranian missile strikes today. may have hit nearby Mossad HQs in Herzliya.
On the second footage, the cameramen says:
"On the Mossad, they even managed to hit the Mossad. Wow." pic.twitter.com/8uDC8e0hKN
— Clash Report (@clashreport) June 17, 2025
Mossad headquarters after being hit by Iranian missiles this morning. pic.twitter.com/JHriQaR55p
— Dilly Hussain (@DillyHussain88) June 17, 2025



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.