ফের ইরানের সিনিয়র সামরিক কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

গত রাতে ইরানের আরও একজন সিনিয়র সামরিক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ।

আইডিএফ বলছে, ইরানের সামরিক বাহিনীর ওই কমান্ডারের নাম আলী শাদমানি।

শাদমানি দেশটির সামরিক সদরদপ্তরের দায়িত্ব নিয়েছিলেন। এই দপ্তরই দেশটির এলিট ফোর্স রেভ্যলুউশনারি গার্ড ও নিয়মিত সেনাবাহিনীর যৌথ সামরিক কার্যক্রমের পরিকল্পনা করে থাকে।

গত সপ্তাহে ইসরায়েলের হামলায় গোলামালি রাশিদ নিহত হবার পর শাদমানি এই দায়িত্ব নিয়েছিলেন। তবে ইরানের সংবাদ মাধ্যমে এখনো এ বিষয়ে কোন খবর প্রকাশ করা হয়নি। খবর- বিবিসি বাংলার

এদিকে বিবিসি’র মধ্যপ্রাচ্য সংবাদদাতা হুগো বাচেগা জেরুজালেম থেকে জানাচ্ছেন, ইসরায়েলের বিভিন্ন এলাকায় মঙ্গলবার সকালেও সাইরেনের শব্দে মানুষের ঘুম ভেঙ্গেছে। কারণ ইসরায়েলের পাল্টা অভিযানের জবাবে ইরানও ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

জেরুজালেম ও তেল আভিভে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলা প্রতিহত করতে সক্রিয় হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দেশটির জরুরি সেবা বিভাগ এখনও হামলার শিকার এলাকাগুলোয় উদ্ধারকাজ চালাচ্ছে।

অন্যদিকে, ইরানের রাজধানী তেহরানেও এখন বিস্ফোরণ এবং আকাশ প্রতিরক্ষার গুলির শব্দ শোনা যাচ্ছে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবর অনুযায়ী, গতকাল ইসরায়েলি বাহিনী আইআরআইবি ভবনে হামলা চালালে সেখানে অন্তত তিনজন কর্মী নিহত হন।

এক টেলিভিশন সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ‘চরম ক্ষতি’ করেছে ইসরায়েলি বাহিনী। তবে তিনি এও যোগ করেন যে তার বাহিনীর অভিযান শেষ হয়নি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.