ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল পাকিস্তান

ইরান-ইসরায়েল পাল্টা-পাল্টি হামলা অব্যাহত থাকায় আপাতত তেহরানের সঙ্গে নিজেদের সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

সোমবার ইরানের সীমান্তঘেঁষা পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কাদির বখশ পিরকানি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ইরানের সঙ্গে তাদের প্রদেশের পাঁচটি সীমান্ত ক্রসিংয়ের সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, ইরাক সীমান্তের কাছে অবস্থিত ইলম প্রদেশের মুসিয়ান নামক পৌরসভার দমকল বাহিনীর একটি ভবনে ইসরায়েল “নৃশংসভাবে হামলা” চালিয়েছে। হামলাকালে ইসরায়েলি কিছু ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছেন ইরানের কর্মকর্তারা।

এদিকে তেহরানের বাসিন্দাদের ক্ষতিসাধনের কোনও ইচ্ছা নেই বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

যদিও এর আগে তিনি ইরানকে সতর্ক করে বলেছিলেন, ইসরায়েলে হামলা চালানোর জন্য তেহরানের বাসিন্দাদের “মূল্য দিতে হবে”।

ইরানের সাধারণ মানুষের ওপর হামলার এই হুমকি ঘিরে সমালোচনা শুরু হওয়ার পর কাৎজ এখন তার আগের বক্তব্যের নতুন ব্যাখ্যা সামনে এনেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, তেহরানের বাসিন্দাদের শারীরিকভাবে ক্ষতি করার কোনও উদ্দেশ্য আমাদের নেই।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.