ইসরায়েল থেকে নাগরিকদের সরিয়ে নিতে যাচ্ছে পোল্যান্ড

ইসরায়েল থেকে প্রায় দুইশ’ নাগরিককে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে পোল্যান্ড। আগামী দুই-এক দিনের মধ্যেই তাদেরকে নিজ দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী হেনরিকা মোসিকা-ডেন্ডিস।

সোমবার এক সংবাদ সম্মেলনে হেনরিকা মোসিকা-ডেন্ডিস বলেছেন, আমরা শুধুমাত্র সেইসব নাগরিকদেরকেই দেশে ফিরিয়ে আনতে যাচ্ছি, যারা ভ্রমণ বা অন্য কোনো উদ্দেশ্যে অল্পকিছু দিনের জন্য ইসরায়েলে গিয়ে আটকা পড়েছেন।

তবে ইসরায়েলি আকাশসীমা আপাতত বন্ধ থাকায় তাদেরকে বিমানে করে দেশে ফিরিয়ে নিতে পারছে না পোল্যান্ড। এক্ষেত্রে নাগরিকদের প্রথমে স্থলপথে জর্ডানের রাজধানীতে নেওয়া হবে বলে জানিয়েছেন মিজ মোসিকা-ডেন্ডিস

তারপর সেখান থেকে বিমানে করে তারা পোল্যান্ডে ফিরবে বলে জানান তিনি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.