দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৬ জুন) মূল্যসূচকের উত্থানে লেনদেন কিছুটা বেড়েছে। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৯ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৮৩ পয়েন্টে।
অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১৬ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৫ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ১৫ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৮৭ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৪১৭ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২৬৩ কোটি ২ লাখ টাকার শেয়ার।
আজ লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩১৫ টির, কমেছে ৩৬ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৪৬ টি কোম্পানির বাজারদর।
অর্থসূচক/এএকে



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.