ইসরায়েলে ইরানের হামলায় নিহত ৫

ইসরায়েলের প্রাণকেন্দ্রে ইরানের হামলায় পাঁচ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম- এমডিএ।

নিহতদের মধ্যে দুইজন নারী ও দুইজন পুরুষ, যাদের সবারই বয়স ৭০ এর ঘরে। এছাড়া ৯২ জন আহত হয়েছেন। সবশেষ নিহতের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে, যার মধ্যে একজন ৩০ বছর বয়সী নারী মুখে গুরুতর আঘাত পেয়েছেন, ছয় জন মাঝারি মাত্রায় আহত এবং ৮৫ জন সামান্য আহত হয়েছেন।

জরুরি সেবা সংস্থা আরও জানিয়েছে, দুটি স্থানে উদ্ধার অভিযান এখনো চলছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.