তেহরানকে খুবই চড়া মূল্য দিতে হবেঃ নেতানিয়াহু

ইরানের হামলায় বিধ্বস্ত ইসরায়েলের বাত ইয়াম শহরের একটি স্থান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, বেসামরিক নাগরিকদের হত্যার জন্য ইরানকে খুবই চড়া মূল্য দিতে হবে।

রবিবার (১৫ জুন) ফ্রান্স ভিত্তিক সংবাদ মাধ্যম এএফপির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নেতানিয়াহু আরও বলেন, ‘আমরা অস্তিত্বের লড়াই চালাচ্ছি। আমি মনে করি এখন প্রতিটি ইসরায়েলি নাগরিক তা বুঝতে পারছে।’

উল্লেখ্য, গাজায় নৃশংস হামলা চালিয়ে সাধারণ মানুষকে হত্যার জন্য যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের হামলায় দেশটির কেন্দ্র ও উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.