ঈদের দীর্ঘ ছুটি শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৫ জুন) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কিছুটা বেড়েছে। তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৪ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭২৪ পয়েন্টে।
অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ শূন্য দশমিক ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৮ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৯ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৭১ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ২৬৩ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২২৪ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার।
আজ লেনদেন হওয়া ৩৯২ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৫ টির, কমেছে ১৭৯ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৬৮ টি কোম্পানির বাজারদর।
অর্থসূচক/এএকে



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.