ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরায়েল হামলা বন্ধ করলে ইরানও হামলা থামাবে। গত শুক্রবার ইসরায়েলের হামলার পর এই প্রথমবারের মতো জনসম্মুখে এলেন আরাগচি। তেহেরানে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রবিবার (১৫ জুন) কাতারের দোহা ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইসরায়েলকে উদ্দেশ করে আরাগচি আরও বলেন, ‘হামলা বন্ধ হলে, আমরাও থেমে যাব।’
রোববারও ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল শনিবার রাতেও হামলা হয়েছে। পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যে ইসরায়েলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.