ইরানের সাধারণ নাগরিকদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ভিডিও প্রকাশ করেছেন, যেগুলো যাচাই করে নিশ্চিত করেছে বিবিসি ভেরিফাই।
ভিডিওতে দেখা যায়, রাজধানী তেহরানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি তেল ডিপোতে ভয়াবহ আগুন লেগেছে।
ভিডিওতে, দু’জন স্থানীয় মানুষকে দেখা যায়, যারা তেহরানের উত্তর-পশ্চিমে সাইমন বলিভার স্ট্রিট থেকে শাখরান তেল ডিপোর আগুন দেখতে পাচ্ছেন।
আরেকটি ভিডিও ক্লিপ, সেটিও সাইমন বলিভার স্ট্রিট থেকে ধারণ করা, সেখানে দেখা যায় একটি তেলবাহী ট্যাঙ্কার জ্বলছে এবং এক ব্যক্তি ভিডিও ধারণের সময় স্থান ও সময় নিশ্চিত করছেন।
মেহর নিউজ এজেন্সিও ঘটনাস্থল থেকে একটি রিপোর্ট করেছে এবং নিশ্চিত করেছে যে, এই জায়গাটি সম্ভবত হামলার টার্গেট ছিল।
ইরানের তেল মন্ত্রণালয় বলেছে, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে”, তবে ইরানি গণমাধ্যম সাধারণ মানুষকে অনুরোধ করেছেন যেন তারা ওই তেল ডিপো থেকে দূরে থাকে।
একই সময়ে, ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র হামলার পর একটি ভিডিওতে দেখা যায়, হাইফা তেল শোধনাগারের কাছে আগুন জ্বলছে। ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়েছে এবং বিবিসি তা যাচাই করেছে।
ভিডিওটি দূর থেকে ধারণ করা হলেও, আশপাশের পরিচিত ল্যান্ডমার্কের সঙ্গে মিলিয়ে এবং সঠিক লোকেশন চিহ্নিত করে বোঝা যায় এটি তেল শোধনাগারের কাছ থেকেই ধারণ করা হয়েছে।
বিবিসি ভেরিফাই এখনো দুই দেশের এই রাতের পাল্টাপাল্টি হামলার পর নানা ভিডিও যাচাই করে দেখছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.