ইসরায়েল অভিযান চালিয়ে গেলে হামলা ‘তীব্র’ হবে, হুমকি ইরানের
শনিবার রাতে ইসরায়েলে হামলা শুরু করার কিছুক্ষণ পর এক বিবৃতি প্রকাশ করে ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
বিবৃতিতে উল্লেখ করেছে, যেসব ইসরায়েলি স্থাপনা ‘ফাইটার জেটের জ্বালানি তৈরি ও সরবরাহের’ সাথে জড়িত, সেসব স্থাপনায় শনিবার রাতে হামলা চালানো হয়েছে।
এতে আরো জানিয়েছে যে ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে ইরান আরো ‘তীব্র’ হামলা করবে।
আইআরজিসি আরো উল্লেখ করেছে যে, ইরান তিনটি ক্রুজ মিসাইল, ১০টি ড্রোন ও বেশ কিছু মাইক্রো ইউএভি নিষ্ক্রিয় করেছে।
এদিকে ইসরায়েলে দ্বিতীয় দিনের মত মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইসরায়েলও ইরানে বিমান হামলা অব্যাহত রেখেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দাবি করেছে রবিবার দুই দফায় ইসরায়েলের একাধিক লক্ষ্যবস্তুতে মিসাইল হামলা চালানো হয়েছে।
শনিবার স্থানীয় সময় রাত এগারোটার দিকে ইরান প্রথম দফায় মিসাইল হামলা শুরু করে। দ্বিতীয় দফায় রবিবার ভোরে তেল আভিভে ড্রোন হামলা চালানো হয় বলে খবর প্রকাশ করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।
রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা দেয়া হয় যে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অপারেশন ট্রু প্রমিস থ্রি এর দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এই ধাপে ড্রোন ও একশোর বেশি মিসাইল দিয়ে আক্রমণ চালানো হচ্ছে ইরানের কয়েকটি শহরে।
ঐ খবরে জানানো হয়েছে এই পর্যায়ে মূল লক্ষ্য তেল আভিভ ও হাইফা শহর। অন্যদিকে ইসরায়েলও ইরানে বিমান হামলা অব্যাহত রেখেছে। তেহরানের একটি পরমাণু কেন্দ্র ছাড়াও শাহরান তেল ডিপো ও দক্ষিণ ইরানের দুটি গ্যাসফিল্ডে ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.