ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স জানাচ্ছে, শুক্রবার রাতে ইরানের ওপর ইসরায়েলি হামলার জবাব শেষ হয়নি। বরং, ইসরায়েলের বিরুদ্ধেও ইরানি হামলা “চলবে”।
নাম প্রকাশ করেননি, এমন একজন কর্মকর্তার বরাতে ফার্স এ তথ্য দিয়েছে।
ওই কর্মকর্তা জানিয়েছেন, ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাতে জানিয়েছে যে, ভবিষ্যতে ইরান ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করতে পারে।
এর আগে ইসরায়েলকে লক্ষ্য করে ইরান দুই দফায় একশো’র চেয়ে কিছু কম ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে করেছে দাবি আইডিএফ।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ-এর মুখপাত্র এভিসাই আদরাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস অথবা লক্ষ্যভ্রষ্ট করা হয়েছে। তবে কিছু ক্ষেপণাস্ত্র কয়েকটি ভবনে আঘাত করেছে। আবার কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে মিসাইলের শ্রাপনেলে।
যেসব ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোতে উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছেন তিনি।
Hello my enemies 👋 pic.twitter.com/wWv9TjogKf
— Ali Mortada || علي مرتضى (@aliimortada) June 13, 2025
Hello my enemies 👋 pic.twitter.com/wWv9TjogKf
— Ali Mortada || علي مرتضى (@aliimortada) June 13, 2025



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.