দেশে গত ২৪ ঘণ্টায় ১৩৪ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। তবে ২৪ ঘণ্টায় আক্রান্ত কারও মৃত্যু হয়নি।
আজ বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮ জন। এর ফলে এ সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৯৮ জনে দাঁড়িয়েছে। তবে আক্রান্তদের কারও মৃত্যু হয়নি। শুরু থেকে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫০০ জনে।
মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫ শতাংশ। আর করোনা থেকে সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ।
এদিকে, বুধবার (১১ জুন) দুপুরে বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি ছড়িয়ে পড়া প্রতিরোধে ১১ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.