বিধ্বস্ত উড়োজাহাজের একজন ছাড়া সব আরোহী নিহত

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বিধ্বস্ত উড়োজাহাজের প্রায় সব আরোহী নিহত হয়েছেন। শুরুতে স্থানীয় পুলিশ বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছিল, দূর্ঘটনায় কোনো আরোহীর বেঁচে থাকার সম্ভাবনা নেই। তবে পরবর্তীতে আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএ মালিক। সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে তারা একজন যাত্রীকে জীবিত উদ্ধার করতে পেরেছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

উড়োজাহাজটি আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ বৃহস্পতিবার বেলা ১টা ৩৯ মিনিটে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করে। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজে মোট ২৪২ জন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে দুজন পাইলট ও ১০ জন কেবিন ক্রু। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, একজন কানাডীয় নাগরিক এবং সাতজন পর্তুগালের নাগরিক ছিলেন।
আজ (১২ জুন) দুপুরে আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে বিধ্বস্ত হয়। ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যে সেটি থেকে সংকেত পাঠানো বন্ধ হয়ে যায়। সে সময় উড়োজাহাজটি ৬২৫ ফুট ওপরে উঠেছিল। উড়োজাহাজটি আহমেদাবাদ বিমানবন্দরের কাছে বি জে মেডিকেল কলেজের হোস্টেলের ওপর বিধ্বস্ত হয়। তাতে হোস্টেলে অবস্থানরত বেশ কয়েকজন ছাত্র নিহত ও আহত হয় ।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.